চুমুকান্ড, রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করলেন হারমোসো
দৈনিকসিলেট ডেস্ক :
সদ্য শেষ হওয়া নারী বিশ্বকাপে চুমুকাণ্ড যেন শেষই হচ্ছে না। এবার অভিযুক্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করলেন ভুক্তভোগী স্পেন নারী ফুটবল দলের খেলোয়াড় জেনি হারমোসো। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসে উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন হারমোসো। রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছিল জাতীয় আদালতের প্রসিকিউটর।
এর আগে বিশ্বকাপে চুমুকাণ্ডে অভিযুক্ত ফুটবল কর্তা রুবিয়ালেসের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে স্পেনের সরকার। বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার দেওয়ার সময় স্পেনের মহিলা ফুটবলার জেনিফার হারমোসোকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু খেয়েছিলেন রুবিয়ালেস। তার দাবি ছিল, হারমোসোর সম্মতিতেই চুমু খেয়েছিলেন। সেই দাবি উড়িয়ে দিয়েছেন হারমোসো।