বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

দৈনিকসিলেট ডেস্ক :
মুক্তিযুদ্ধের ‘কমান্ডার ইন চিফ’, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনী ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়ালি আন্তর্জাতিক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতাদের উপস্থিতিতে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল-এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আমেরিকার ডিকসেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ ইউনিটের সভাপতি এ এম বদরুদ্দোজা।
আন্তর্জাতিক এ স্মরণ সভার আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রুপা চক্রবর্তী, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাপ্তান হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ, চলচ্চিত্র পরিচালক এম মোক্তাদির প্রমুখ।