ইউক্রেনকে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
দৈনিকসিলেটডেস্ক
ইউক্রেনকে এবার বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কিয়েভ সফরের মধ্যেই এই ঘোষণা দিলো দেশটি।
যুক্তরাষ্ট্র জানায়, ১০০ কোটি ডলারের সামরিক সহায়তার আওতায় ইউক্রেনকে কামানবাহী ট্যাংক দিচ্ছে তারা।
পারমাণবিক অস্ত্র তৈরি মূল উপদান ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম দিয়ে তৈরি এসব ট্যাংক ও কামান। এতে রয়েছে ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ।
চলতি বছরের শেষ নাগাদ এম-ওয়ান আব্রাম নামে ওই ট্যাংকগুলো ইউক্রেনকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন