ওসমানীনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত বাবলু রঞ্জন
দৈনিকসিলেটডটকম
ওসমানীনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাবলু রঞ্জন দাস। তিনি চাকুরী জীবনে সহকারী শিক্ষক হিসেবে ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করে দীর্ঘ প্রায় ১২ বছর সফলতার সাথে শিক্ষাদান অব্যাহত রেখেছেন।
তিনি পূর্বে ২০১৯ সালে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি তার এ অর্জন তার পরিবার এবং স্ত্রী পুত্রকে উৎসর্গ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার সহধর্মিণী পিংকি রানী দাসও অত্র উপজেলার একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি এক পুত্র সন্তানের পিতা। তার নাম সব্যসাচী দাস সৌম্য। বাবলু রঞ্জন দাসের পিতা মৃত উমা প্রসন্ন দাস ও অত্র উপজেলার একজন প্রধান শিক্ষক ছিলেন। বাবলু রঞ্জন দসের ৫ ভাই-বোনদের মধ্যে তিনি দ্বিতীয়।
বাবলু রঞ্জন দাসের বাড়ী অত্র উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামে। তিনি কয়েক দিন পর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে অংশগ্রহণ করবেন। তিনি সবার নিকট দোয়া বা আশীর্বাদ প্রার্থনা করেন।