হবিগঞ্জে আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ আসামির পলায়ন

দৈনিকসিলেট ডটকম :
হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ রাজু মিয়া নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।
বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে উপস্থিত করার জন্য নেওয়া হয় আসামি রাজুকে। আদালতের সিড়ি থেকেই পালান তিনি। বিষয়টি জানাজানির পর আদালত পাড়ায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
আসামি রাজু মিয়া জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের চান মিয়ার ছেলে।
আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। তবে রিমান্ড শুনানির আগেই তিনি পালিয়ে গেছেন।
এ ব্যাপারে জানতে হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হককে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও কোন সাড়া মেলেনি।