তাহিরপুর বাজার বণিক সমিতি নির্বাচন ২০২৩

তাহিরপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু তাহিরপুর উপজেলা বঞ্চিত হয়েছে, গুরুত্বপূর্ণ উপজেলা পরিষদ ভবন নির্মাণের জন্য ৭ কোটি ও উপজেলা পরিষদের পুকুর দৃষ্টি নন্দন করার জন্য দু-কোটি টাকা বরাদ্দ বাতিল করা হয়েছে।
কারা করেছে যারা তাহিরপুরের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। সুনামগঞ্জের তাহিরপুর বাজার বনিক সমিতির নির্বাচনে নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এসম তিনি আরও বলেন, বাজারসহ উপজেলা পরিষদ অন্ধকার ছিল আমি বিদ্যুৎতের আলোতে উন্নয়নের আলোতে আলোকিত করার চেষ্টা করেছি আর লুটপাট কারীরা বলে বেড়ায় দিনের বেলায় বাতি জ্বলে এরাই তাহিরপুরের শত্রু।
ঐসব লুটপাট কারী দল শুধু নিজেদের আখের গোছাতে চায়। করতে চায় শুধু লুটপাট। এরাই চায় না তাহিরপুরের উন্নয়ন হউক,এদের চিনে রাখতে হবে আপনাদের। তিনি বলেন, তাহিরপুরের উন্নয়ন চাইলে তাহিরপুরের একটা নেতা চাই তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব তাহিরপুর উন্নয়ন মহা সড়কে আলো ছড়াবে। সবাই ঐক্য বদ্ধ থাকুন শেখ হাসিনা নেতৃত্ব আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে অপ্রপ্রচার কারী ঐসব কুচক্রী মহল ও সরকারী বিরোধী চাঁদাবাজ,লুটেরাদের প্রতিহত করে বঙ্গবন্ধু সোনার বাংলা শেখা হাসিনা নেতৃত্ব ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত হবে। বৃহস্পতিবার দুপুরে বাজারে বনিক সমিতির কায্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির বন্যার্ঢ আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি সেলিম আখঞ্জি ও সাধারণ সম্পাদক পারভেজ জামানের হাতে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি আবিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।
এসময় নবগঠিত কমিটিকে ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে বরন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এসময় সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুমের সঞ্চালনা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর বাজার বনিক সমিতির নির্বাচন নির্বাচন কমিশনার ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,এখলাছুর রহমান তারা,সমিতির সাবেক সভাপতি আবিকুল ইসলাম,সাধারণ সম্পাদক এরশাদ মিয়া,ব্যবসায়ী আতিকুর রহমান আতিকসহ বাজার বনিক সমিতির সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। গত ৩১শে আগষ্ট নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম আখুঞ্জি ও সাধারণ সম্পাদক পারভেজ জামানসহ,সহ সভাপতি,সাধারণ সম্পাদক,সহসাধারণ সম্পাদক,একজন ক্যাশিয়ার,ক্রীড়া সম্পাদক,প্রচার সম্পাদক ও চার জন কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন।