বাদাঘাট মসজিদ নির্মাণ কাজে পাঁচ লক্ষ টাকা অনুদান দিলেন সেলিম

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার জামে মসজিদ নির্মান কাজের জন্য নগদ পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আ.লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ।
শুক্রবার দুপুরে তিনি মসজিদের নির্মান কমিটির হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন-বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কেশিয়ার হাজী শফর আলী মেম্বার, নুরুল হক মাষ্টার,মস্তু হাজী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী একিনুর মিয়া, উপজেলা আ.লীগের সদস্য রফিকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি শুষেন বর্মন, শ্রমিকলীগের আহবায়ক বিল্লাল আমিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ্র, ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান।