তরুণ প্রজন্মকে বেশি করে বই পড়তে হবে: নাছিম হোসেইন
দৈনিকসিলেটডটকম
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসেইন বলেছেন,’বর্তমান ক্রান্তিলগ্নে জাতির সামনে রাজনীতির সঠিক ইতিহাস উপস্থাপনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে জিয়া স্মৃতি পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ তিনি বলেন,’তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানের ধারায় বিকশিত হতে বই পড়ার দিকে মনোযোগ দিতে হবে,বই মানুষকে আলোর পথ দেখায়।’
শুক্রবার (৮ সেপ্টেম্বর ২০২৩) বিকেল ৫টায় তাঁতীপাড়াস্থ পাঠাগার কার্যালয়ে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাঠাগারের সভাপতি এডভোকেট আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো.আব্দুল মুকিত (অপি)র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন,’রাজনৈতিক সৌহার্দ্য সৃষ্টিতে বর্তমান প্রজন্ম ভূমিকা রাখতে পারবে,এজন্য এদেরকে বইমুখি হতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন,’জিয়া স্মৃতি পাঠাগারের সদস্যরা একটি জ্ঞানমুখি সমাজ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে, আগামীতে যা বাংলাদেশের রাজনীতির জন্য কল্যাণ বয়ে আনবে।’
এসময় পাঠাগার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,পাঠাগারের সিনিয়র সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন,সহসভাপতি মো.আব্দুল মান্নান রিপন,সহ প্রচার সম্পাদক এডভোকেট সাজেদুল ইসলাম সজীব,সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম মেনন,প্রকাশনা সম্পাদক বাপ্পু দত্ত,সম্মানিত সদস্য এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন,সদস্য আশিকুর রহমান তারেক। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।