পরিবেশ রক্ষায় সম্মাননা পেল শাবিপ্রবির গ্রীন এক্সপ্লোর সোসাইটি

শাবিপ্রবি প্রতিনিধি
আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এনভারণমেন্টালিস্ট অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবেশ রক্ষায় অবদানে স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন এক্সপ্লোর সোসাইটি।
শুক্রবার( ৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর শাহজালাল উপশহরের এনজিও ফোরামের রেজিওনাল অফিসে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্রি বিশ্ববিদ্যালয় এর সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেটের বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক জনাব আবদুল করিম কিম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসিনা বেগম চৌধুরি, মেমোরিয়াল ইউনিভারসিটি ওফ নিউফাউন্ডল্যান্ড ও কানাডা পিএইচডি গবেষক চাদ মিয়া ও যুক্তরাজ্যের আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা সুয়েজ মিয়া প্রমুখ।
শাবিপ্রবির গ্রীন এক্সপ্লোর সোসাইটি সংগঠনটি সম্প্রতি বন্যপ্রাণী উদ্ধার, সচেতনামূলক স্কুল ক্যাম্পেইন, নতুন ভ্রমণ গন্তব্য ও নির্মল পরিবেশের সন্ধান ও পরিবেশ রক্ষায় ব্যাপক কর্মসূচি চালিয়ে আলোচনায় আসে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই পরিবেশ ও জীববৈচিত্র্যরক্ষায় নানামূখী কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। সংগঠনটির ৩ টি উইং তথা রিসার্চ উইং, জি-রেস্কিউ এন্ড এডভেঞ্চার উইং এবং জি-স্টূডিও উইং একযোগে কাজ করে থাকে।
সম্মাননা গ্রহণের সময় সংগঠনটির সভাপতি মামুন বলেন ”আমরা সম্মাননা পেয়ে গর্বিত। তবে আমরা আমাদের কার্যক্রম করি নিজেদের ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরির তাগিদে। আমরা আশা রাখি আমাদের কার্যক্রমে আপনাদের সবসময় পাশে পাব। ”
জানা যায়, যারা পরিবেশরক্ষায় বিভিন্নখাতে অবদান রাখেন তাদের উৎসাহ দিতে এ সম্মাননার আয়োজন করে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন।
এছাড়া অনুষ্ঠান একজন ব্যাক্তিকেও পরিবেশ রক্ষায় অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা দেয়া হয়। ব্যাক্তিপর্যায়ে এ সম্মাননা পান শাহ সিকান্দার আহমেদ শাকিল। যিনি ব্যক্তি উদ্যোগে সিলেট নগরের রাস্তার ডিভাইডার ও বিভিন্ন পতিত ভূমিতে প্রায় বিশ হাজার বৃক্ষরোপণ করেন।