মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে দুপুর ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে “দৈনিক সংবাদ” এর মাধবপুর প্রতিনিধি মোঃ এরশাদ আলী, সিনিয়র সহ-সভাপতি পদে “দৈনিক ভোরের ডাক “এর মাধবপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি পদে দৈনিক জননী’র স্টাফ রিপোর্টার সুজন রায়, সাধারণ সম্পাদক পদে “দৈনিক জনকণ্ঠ “এর মাধবপুর প্রতিনিধি শংকর পাল চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান রাজু নির্বাচিত হন।
নির্বাচনী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো:শাহীন মিয়া, এম.এম. গউছ ও ত্রিপুরারি দেবনাথ তিপু পর্যবেক্ষণ হিসাবে নির্বাচনে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুন আল হাসান,অধ্যক্ষ সাইফুল হক মৃধা,সাবেক ভাইস-চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত,সুপ্রিম কোর্টর আইনজীবী মুহিদ মিয়া ।