জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রস্তুতি সভা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি :
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ২২ শে অক্টোবর ২০২৩ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাত ৭ টায় পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের পরিচালনায় উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য ওলিউর রহমান পারভেজ, আব্দুল হামিদ, অজিত রবি দাস, শাহরিয়ার শাকিল, সাইফুর রহমান সামী, অসিম চন্দ্র কর, আফজাল হোসেন রুমেল প্রমুখ।
এসময় ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে উদযাপন কমিটি (আংশিক) গঠন করা হয়েছে এবং অতি দ্রুত পূর্ণাঙ্গ উদযাপন কমিটি গঠনের সিদ্ধান্তসহ বিবিধ বিষয়াদি নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।