বিয়ানীবাজারে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির সড়ক ভাংনী এলাকা থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের খশির সড়ক ভাংনীস্থ রায়পুরী ফিলিং স্টেশনের সামনের রাস্তা থেকে তাদের আটক করে।
থানা পুলিশের প্রেরিত তথ্যে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির সড়ক ভাংনী এলাকার মৃত দফতর আলীর ছেলে ছাইদুল ইসলাম (৩০) এবং গোলাপগঞ্জ উপজেলার রাংজিওল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মোঃ বাবুল হোসেন। অতিঃ পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এর সার্বিক তত্বাবধানে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন বিয়ানীবাজার থানার এসআই মোফাখ্খারুল ইসলাম ও এএসআই পাভেল মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ওই দুই যুবকের নামে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।