ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বর ঘিরে জলাবদ্ধতা, দুর্ভোগ

দৈনিকসিলেট ডটকম :
তিন সারিতে পৃথক তিনটি প্রশাসনিক ভবন। প্রথম ভবনের সামনের অর্ধেক অংশে ইট বিছানো। বাকি অংশ স্যাঁতসেঁতে। দ্বিতীয় ও তৃতীয় ভবনের ফাঁকা অংশে মাসের পর মাস জমে রয়েছে বৃষ্টির পানি। দক্ষিণ-পূর্ব কোণে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ঘেঁষে ফেলা হয়েছে ব্যবহৃত ওয়ান টাইম প্লাস্টিকের প্যাকেট। সম্মেলন কক্ষের পূর্বপাশে (উপজেলা পরিষদ চত্বর) রয়েছে আদালত প্রাঙ্গণে যাওয়ার বেহাল সড়ক। সড়কের দুই পাশ, উত্তর দিক এবং আদালত ভবনের সামনেও জমে আছে কাদাপানি। দীর্ঘদিন ধরে এমন দৃশ্যই চোখে পড়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরে গেলে।
প্রশাসনিক প্রথম ভবনের হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের সামনের অংশ, তৃতীয় ভবনের উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পরিসংখ্যান কার্যালয় ও আনসার ভিডিপি কার্যালয়ের সামনে দীর্ঘদিন বৃষ্টির পানি জমে থাকায় প্রতিটি কার্যালয়ে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি এখানে সেবা নিতে আসা ব্যক্তিদের সমস্যায় পড়তে হয়।
অপরদিকে উপজেলা পরিষদের মসজিদসংলগ্ন প্রথম গেটের প্রবেশমুখে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কাদা জমে থাকে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পর খাবারের প্লাস্টিক প্যাকেট দ্বিতীয় ভবনের পেছনে ফেলার কারণে আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। এদিকে দীর্ঘদিন উপজেলা পরিষদ চত্বরে ধর্মপাশা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার সড়কটি সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। এতে নাগরিকসহ আইনজীবীদের নিত্য দুর্ভোগ পোহাতে হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহম্মদ জানান, কার্যালয়ের সামনে জমে থাকা পানি নিষ্কাশনসহ জায়গাটির সৌন্দর্য বর্ধনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী আরফান আলী জানান, সদিচ্ছা থাকলে এমন পরিস্থিতি একদিনেই ঠিক করে ফেলা যায়। সেটাই কারও মধ্যে দেখা যাচ্ছে না। আদালতে যেতে চাইলে দুর্ভোগ পোহাতে হয়।
ইউএনও শীতেষ চন্দ্র সরকার জানান, তিনি দায়িত্ব নেওয়ার পরই উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করানো হয়েছে। আবারও উদ্যোগ নেওয়া হবে। সড়ক সংস্কারের ব্যাপারে উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন জানান, উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নকরণসহ আদালত ভবনে যাওয়ার সড়ক সংস্কারের ব্যাপারে আগামী মাসিক সভায় প্রস্তাব উত্থাপন করা হবে।