শাবিপ্রবিতে নান্দনিক সাজে দ্বিতীয় সাংগঠনিক সপ্তাহ শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবীন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে দ্বিতীয়ধাপে ক্যাম্পাসের ১৩ টি সংগঠনের টেন্ট স্থাপনের মাধ্যমে নান্দনিক সাজে ‘সাংগঠনিক সপ্তাহ’ শুরু হয়েছে।
রোববার ( ১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ও কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের পাশে এ সাংগঠনিক সপ্তাহ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকালে বিভিন্ন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর শিক্ষকগণ তাদের নিজ নিজ টেন্ট এসে পরিদর্শন ও দিকনির্দেশনা দিয়ে যান। বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক, ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন সংগঠনের মোট ১৩ টি টেন্ট বসেছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ টির অধিক সংগঠনের মধ্যে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার ক্লাব, সাস্ট ক্যারিয়ার ক্লাব, সাস্ট মডেল ইউএন এসোসিয়েশন, গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট, গ্রীন এক্সপ্লোর সোসাইটি,সাস্ট সায়েন্স অ্যারেনা, বাইনারি সাস্ট,স্পোর্টস সাস্ট, সঞ্চালন,স্বপ্নোত্থান,টুরিস্ট ক্লাব সাস্ট ও কিন এ সাংগঠনিক সপ্তাহে টেন্ট নিয়ে বসে।
এতে উৎসমুখর ও প্রাণচঞ্চল পরিবেশে ক্যাম্পাসে গত ছয় মাস আগে আগত ২০২১-২২ শিক্ষাবর্ষ এবং ক্যাম্পাসে সদ্য আগত ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা সংগঠনগুলোর নির্দিষ্ট মূল্যে রেজিস্ট্রেশন ফরম নিচ্ছে। ফরম পূরণ করার মাধ্যমে তারা বিভিন্ন সংগঠনের নবীন সদস্যপদ লাভ করছে। শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার ক্লাবের সভাপতি আমানুর রহমান বলেন, সাংগঠনিক সপ্তাহ হচ্ছে একটা সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে সংগঠনগুলো নবীন সদস্য পেয়ে নতুন আমেজে সংগঠনের কাজকে উজ্জীবিত করে। তিনি বলেন, প্রতিবারই ক্যাম্পাসে নবীন আসার পর সাংগঠনিক সপ্তাহ শুরু হয়।
কিন্তু এবারে ব্যাপক বৈচিত্র্য দেখা যাচ্ছে। আমরা যেমন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাচ্ছি, তেমনি সদ্য আসা ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীও পাচ্ছি।
এছাড়া টেন্ট সেবা দিতে গিয়ে আমরা নবীনদের মধ্যে ব্যাপক উৎসুক ও প্রাণচঞ্চলতা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে যেন নতুন কিছু জানার, নতুন কিছু জয় করার তীব্র আকাঙ্ক্ষা ও প্রবল আগ্রহ বিদ্যমান।