সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় নিহত ৪০
দৈনিকসিলেটডেস্ক
সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। গত প্রায় পাঁচ মাস ধরে গৃহযুদ্ধ চলছে সুদানে। রোববার সকালে চালানো এই বিমান হামলা এ যুদ্ধের সবথেকে বেশি মানুষ হত্যাকারী হামলা।
আরব নিউজের খবরে জানানো হয়, খার্তুমের দক্ষিণাঞ্চলীয় কুরো বাজার এলাকায় সকাল সাতটার দিকে এই বিমান হামলা চালানো হয়। এতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে সুদানের গণতন্ত্রপন্থী সংগঠন রেজিস্ট্যান্ট কমিটি। যুদ্ধ শুরুর আগে তারা সুদানে গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্রিয় ছিল। এখন তারা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছেন। সংগঠনটি জানিয়েছে, বিকেল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
এই যুদ্ধ শুরুর পর প্রায় ৭ হাজার ৫০০ জন নিহত হয়েছেন। তবে আসল সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হয়।
শুধুমাত্র যারা হাসপাতালে মারা গেছেন তাদেরকেই এই গণনায় আনা হয়েছে। পাঁচ মাস ধরে চলা যুদ্ধে সুদানের সামরিক বাহিনী এখনও কোনো সফল হতে পারেনি। খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের কাছেই। সুদানের সামরিক বাহিনী যদিও আকাশে একতরফা আধিপত্য বজায় রেখেছে।