সিলেট বিভাগীয় পর্যায়ে ৭ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ সম্পন্ন
দৈনিকসিলেট ডেস্ক :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ আয়োজিত সিলেট বিভাগীয় পর্যায়ে ৭ ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সুইমিং পুলে, জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ এর আয়োজনে ৭ দিনব্যাপী সিলেট বিভাগীয় সাঁতার প্রশিক্ষণ আয়োজন করা হয় ।
অনুষ্ঠানের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মাদ সালমা বেগমের সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুক আহমদ, ইউনিসেফ (সিপিসিএম), মোঃ শফিকুল ইসলাম, ইউনিসেফ (সিপিসিএম ), পলাশী মজুমদার, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।