সাবেক ছাত্রলীগ নেতা তারেকের মাতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক
কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগর গ্রাম নিবাসী মরহুম হেলাল উদ্দিন চৌধুরীর স্ত্রী ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক তারেক চৌধুরীর মমতাময়ী মা লুৎফুন্নেসা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার(১১ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মরহুমার জানাজার নামাজ বাদ আসর নয়াগ্রাম মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
এদিকে সাবেক ছাত্র নেতা তারেক চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, মহানগর আওয়ামী লীগের যুব ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন কায়েস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।