বিমান প্রতিমন্ত্রীকে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি কে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার ( ১২-সেপ্টেম্বর ) রাতে সড়ক ও জনপথ ডাকবাংলোতে বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি কে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি এরশাদ আলী,সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি দৈনিক জননীর স্টাফ রিপোর্টার সুজন রায়,সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শংকর পাল চৌধুরী ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান রাজু ।
প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলীও এসময় সাংবাদিক নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাংবদিকরা সমাজের দর্পন। সৎ ও সাহসী সাংবাদিকেরা দেশের সম্পদ। তিনি মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে আত্ম নিবেদিত হয়ে কাজ করাার আহবান জানান।