দমন করা যাচ্ছে না চেতনানাশক স্প্রে প্রয়োগ, ফের দুই বাসায় নিক্ষেপ

মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জে একের পর স্প্রে নিক্ষেপ করে জনমনে আতংক ছড়িয়েই যাচ্ছে স্প্রে পার্টির সদস্যদেরা। কোনো অবস্থাতেই দমন করা যাচ্ছে না এই চক্রটিকে।
গত (১১ সেপ্টেম্বর) সোমবার রাত ১২টায় শায়েস্তাগঞ্জ কে আলী প্লাজার ব্যবসায়ী বিসমিল্লাহ গার্মেন্টস এর স্বত্তাধিকারী জাবেদ মিয়ার বাসায় দুর্বৃত্তরা স্প্রে প্রয়োগ করে।
এ সময় তার স্ত্রী তামান্না জাহান লিভনা, পুত্র ইসরাক জাবেদ ( ৯ ), ভাতিজি একই মার্কেটের ফ্যাশন মহলের স্বত্তাধিকারী আব্দুল কাদিরের পুত্র রুহি কাদির ( ৮ ) অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার চেচাঁমেচি শুনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। অচেতন অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তারা জানান, পুলিশের ওপর ভরসা করে লাভ নাই। নিজেরাই পাহারা দেয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাদের ধারণা, এদেরকে নির্মূল করতে পুলিশ ব্যর্থ হয়েছে।
এছাড়াও গত (৮ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৩ টায়, শায়েস্তাগঞ্জের সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ক্রমাগত দুর্বৃত্ত কর্তৃক চেতনানাশক স্প্রে প্রয়োগ করে চুরি-ডাকাতি ও আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে এবং জনগনের জানমালের নিরাপত্তার দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তাৎক্ষনিক প্রশাসনের পক্ষ থেকে ৭ দিন সময় চেয়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা স্থগিত করে দেয়া হয়।
বর্তমানে দুর্বৃত্ত কর্তৃক চেতনানাশক স্প্রে প্রয়োগ করে চুরি-ডাকাতি অব্যাহত থাকায় এলাকার লোকজন বলেন, এদেরকে নির্মূল করতে প্রশাসন ব্যর্থ হচ্ছে। এমন অবস্থা থাকলে প্রশাসনকে দেয়া আল্টিমেটামের ৭ দিন পার হলেই তারা আবার কর্মসূচির ডাক দিবেন।