মাধবপুরে সমাজসেবী আলেপ খাঁ’র ইন্তেকাল

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী মোঃ আলেপ খাঁ ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ সেপ্টেম্বর ) দুপুর ১টা ৩০ মিনিটের সময় হঠাৎ বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ) সকালে ১০টায় মিঠাপুকুর গ্রামের জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুম আলেপ খাঁ’র জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমের জানাজা নামাজের শেষ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। মৃত্যুকালে স্ত্রী- এক ছেলে, এক মেয়েসহ নাতি-নাতিন অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মাধবপুরের সাংবাদিক ও পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নাহিদ মিয়ার নানা ।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাংবাদিক, রাজনীতি ও সুশীল সমাজ,স্থানীয় নেতৃবৃন্দরা।