জগন্নাথপুরে মানববন্ধনের পর শিশু ধর্ষক গ্রেপ্তার
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের সাড়ে তিন মাসেও ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় গত রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পরেই গত মঙ্গলবার রাতে শিশু ধর্ষক জয়নুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।
আজ বুধবার আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জয়নুল উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (চাঁদবোয়ালি) গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর থেকে আসামী পলাতক ছিল।
মঙ্গলবার রাতে আসামীকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন গোয়ালগাঁও গ্রামে অভিযান চালিয়ে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ৩০ মে ৪র্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১০) নানার বাড়ি থেকে শুটকি নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। ৩ জুন ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে জয়নুল ইসলামের নামে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন।
এরপর গত সাড়ে তিন মাসেও জয়নুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরে গত রোববার জগন্নাথপুর উপজেলাবাসী ব্যানারে স্থানীয় পৌর পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।