জৈন্তাপুরে অবৈধভাবে আসা ভারতীয় গরু, মহিষ ও চিনি জব্দ
দৈনিকসিলেটডটকম
জৈন্তাপুরে অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় গরু, মহিষ ও চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চার চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরিশঙ্কর ও যশপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭টি গরু, ১৫টি মহিষ ও ৫০ কেজি ওজনের ৩৭ বস্তা চিনি জব্দ করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতাররা হলেন জৈন্তাপুর উপজেলার খারুবিল গ্রামের ফজর আলীর ছেলে মো. ইব্রাহিম আলী (২২), একই গ্রামের শাহ আলম মিয়ার ছেলে মো. ইয়াসিন আহমদ (২৩), গৌরিশঙ্কর গ্রামের সরাফত আলীর ছেলে সোহেল আহমদ (৩৫) ও ঘিলাতৈল গ্রামের সিরাজ আহমদের ছেলে এখলাছ আহমদ (২২)।
বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ ভারতীয় গরু, মহিষ, ও চিনির আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা হবে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করেছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় ১৭টি গরু, ১৫টি মহিষ ও ৩৭ বস্তা চিনি জব্দ করা হয়। গরু পাচারের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।