প্রাথমিক শিক্ষা পদকে সুনামগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান বাবুল
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলার আ,লীগের সহ সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত বুধবার জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা মোহন লাল দাসের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা ও উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আজকের এই সম্মান আমার দায়-দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আজ আমাকে যে সম্মান দেওয়া হয়েছে তার জন্য আমি আমার জেলা ও উপজেলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তাদের সার্বিক সহযোগীতার জন্যই আমি এই সম্মান অর্জন করতে পেরেছি। সাধারণ জনগনের সেবার করার লক্ষ্য নিয়ে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করে প্রায় ৪৪বছর যাবত নিঃস্বার্থ ভাবে জনসেবা করে যাচ্ছি। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে রাস্তাঘাট,ব্রীজ, কালভার্ড ও হাওরের বেরী বাঁধ নির্মাণ করেছি আর দিনরাত শুধু সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত রেখেছি। আর যে কাজ গুলো অসমাপ্ত রয়েছে সেগুলো সমাপ্ত করার জন্য সারাক্ষণ ছুটে বেড়াচ্ছি।