সাকিবের অর্ধশতকে লড়ছে বাংলাদেশ
দৈনিকসিলেটডেস্ক
অবশেষে ঘুরে দাঁড়ানোর দিশা পেয়েছে টিম টাইগার্স। বিপর্যয়ের মুখে দলের হাল ধরেছেন স্বয়ং কাপ্তান সাকিব আল হাসান। এরইমধ্যে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন সাকিব। তাকে সঙ্গ দিচ্ছেন লোয়ার মিডল অর্ডারে খেলতে নামা তাওহিদ হৃদয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৭ বলে ৬০ রান তুলেছেন সাকিব। আর হৃদয়ের সংগ্রহ ৪২ বলে ২৬।
এর আগে ছয় ওভারে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার থেকে নাম্বার থ্রি, কারো ব্যাটই হাসেনি ভারতীয় বোলারদের বিপক্ষে।
টুর্নামেন্টে সুপার ফোরের গুরুত্বপূর্ণ তিন ম্যাচেই সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। আজকের ম্যাচে তিনি ফিরেছেন ২ বল খেলে মাত্র ০ রানে। আর দ্বিতীয় বারের মতো টুর্নামেন্টে ওপেন করতে নামা তানজিদ হাসান আজও সুবিধা করতে পারেননি। ১২ বলে ১৩ রান করে তিনিও ধরেছেন সাজঘরের পথ।
হঠাৎ দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়কে আজকে নামানো হয়েছিল তিন নম্বরে। তবে তিনিও ফ্লপ। বহু কারণে আলোচিত সমালোচিত এই উইকেট কিপার ব্যাটার ১১ বল খেলে মাত্র ৪ রান তুলতে পেরেছেন। পাঁচে খেলতে নামা মেহেদী হাসান মিরাজও ফিরেছেন ব্যক্তিগত ১৩ রানে।