নবীগঞ্জে সাবেক এমপি মুনিম চৌধুরীর চাচা’র ইন্তেকাল
নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবুর চাচা (অবঃ) শিক্ষক নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ চৌধুরী (৮০) উরফে ফারুক মিয়া আর নেই। ইন্নালিল্লাহি.. রাজিউন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার বাদ আছর কার্প হ্যাচারী কমপ্লেক্সের সামনে সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শিহাব আহমেদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, কামাল হাছান চৌধুরী, ইউপি সদস্য দিলবাহার আহমদ দিলকাছ, আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, ছাও মিয়া, ছানাওর আলী, মিলাদ হোসেন সুমন, এম এ মতিন চৌধুরী, মিনহাজ উদ্দিন প্রমুখ।