গোয়াইনঘাটে ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টায় এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৫নং পূর্ব আলীরগাও ইউপির অন্তর্গত পূর্ব আলীরগাও সাকিনস্থ উত্তরের হাওর (যুগিরকান্দি) এলেকা হতে ১টি বিভিন্ন সাইজের ভারতীয় মহিষ মালিকবিহীন অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করেন।
বর্তমানে মহিষগুলো পুলিশের হেফাজতে রয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।