এশিয়া কাপে ১১ বছর পর ভারতকে বধ করলেন সাকিব
দৈনিকসিলেটডেস্ক
নয় মাস আগেও ঘরের মাঠে ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তবে এশিয়া কাপে এর আগে জয় ছিল মাত্র একটি। ২০১২ সালে মিরপুরে ভারতকে হারিয়েছিল টাইগাররা। এরপর আর পারেনি।
দীর্ঘ ১১ বছর পর অবশেষে এই টুর্নামেন্টে ভারতকে হারাতে পারলো বাংলাদেশ। শুক্রবার রাতে এশিয়া কাপে সুপারফোর পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে ভারতকে ৬ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
জয়ের নায়ক সাকিব নিজেই। দুর্দান্ত নেতৃত্বের সঙ্গে ব্যাটে-বলে ঝলক দেখিয়ে দলকে জয় এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
প্রথমে চাপের মুখে খেলেন ৮০ রানের ইনিংস। ৫৯ রানে ৪ উইকেট হারানো দলকে টেনে তুলতে তাওহিদ হৃদয়কে নিয়ে শতরানের জুটি গড়েন সাকিব। তাদের ওই জুটিতে ভর করেই ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।
পরে বল হাতেও ১০ ওভার হাত ঘুরিয়ে ২ মেইডেনসহ ৪৩ রানে একটি উইকেট নেন সাকিব। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কিংবা নেতৃত্ব; সাকিব ছিলেন এককথায় দুর্দান্ত। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।