গোয়াইনঘাটে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হলেন ইমরান হোসেন সুমন
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির মধ্যে বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান হোসেন সুমন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর উন্নয়ন, বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ ও অনুদান প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুদান প্রদান, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণে অবদান, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধকরণ ও দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে অবদান রাখার কারণে তাকে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় শিক্ষক পদক-২০২৩ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে এ শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ইমরান হোসেন সুমন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক যায়যায় দিন পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি, জাফলং নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক, এসআর এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী, পিয়াইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক’র দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংঘঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার পাশাপাশি সমাজ সেবা মূলক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করছেন।