জেলা আ.লীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে শাহরিয়ার বিপ্লবের নেতৃত্বে শোভাযাত্রা
মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নবগঠিত পূর্নাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জামালগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা জামালগঞ্জ হাই স্কুলের সামনে নবগঠিত জেলা কমিটির সদস্য শাহরিয়ার বিপ্লবের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শেষে পথ সভায় সভাপতিত্ব করেন ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা চৌধুরী খোকন।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য শাহরিয়ার বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি জালাল মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমূখ। এসময় নেতাকর্মীরা নবগঠিত জেলা আওয়ামীলীগের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।