ইসলামী আন্দোলন বিমানবন্দর থানার শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত

দৈনিকসিলেট ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিমানবন্দর থানার শাখার উদ্যোগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টায় বাদামবাগিচা মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিমানবন্দর থানার সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরে সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিমানবন্দর থানার সহ-সভাপতি আব্দুল জাহের, সহ-সভাপতি জালাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আব্দুল আজিজ, সহকারী সেক্রেটারী বিলাল খন্দকার, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আতাউর মিয়া, অর্থ সম্পাদক আতাউর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ মুজিবুর, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, সহ-অর্থ সম্পাদক আলম মিয়া, সদস্য মোঃ রাশিদুল ইসলাম, মাঈন উদ্দিন, হানিফ মিয়া প্রমুখ।
মাসিক বৈঠকে প্রধান অতিথি তার বক্তবে বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরে উদ্যোগে বিশাল সমাবেশের অনুষ্ঠিত হবে। এবিষয দাওয়াত কার্যক্রম সফলতার জন্য আলোচনা করা হয়। মাসিক বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে থানার এর কাজের অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।