জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা,র্যালী ও আলোচনা সভা

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজন র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ষ্টল অংশ গ্রহণ করে সেগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান,সমবায় কর্মকর্তা আশীষ আচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আল আমিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র শাহা,এসআই প্রাডন সিংহ,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া,যুবলীগ নেতা আবুল কাশেম,সাতটি ইউনিয়নের সচিব,মেম্বারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।