শাবিপ্রিবিতে জাতীয় ছাত্রদলের শিক্ষা দিবস পালিত
শাবিপ্রবি প্রতিনিধি
দীর্ঘ ঐতিহ্য ও সংগ্রামের ৬২ তম মহান শিক্ষা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রদল মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।
রবিবার(১৭ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে। পরবর্তীতে গোলত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিবসটি পালন করে সংগঠনটি। সমাবেশের বক্তারা বলেন, ১৯৬২ সালের এই দিনে আইয়ুব খানের শাসন আমলে পাকস্তানী শাসকগোষ্ঠীর শাসন, শোষণ ও শিক্ষা সংকোচনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিবুল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না জানা অনেকেই। এছাড়া শিক্ষার বাণিজ্যিকী করণ, সেমিস্টার ফি, ক্রেডিট ফি ও ভর্তি ফি বৃদ্ধির বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।
সেই সাথে ইউজিসির কৌশলপত্র ও শিক্ষা সংকোচন ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলার আহবান জানান। এসময় সংগঠনটির সভাপতি উসমান গনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আহমেদ জয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মিলন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তুখোড় আরেং ও সদস্য হেদায়েত আলী সাব্বির।