চুনারুঘাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
চুনারুঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে এ ফাইনাল খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম , থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মুহিতুর রহমান রুমন ফরাজী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজদুল ইসলাম লুবন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক মো: সায়েম তালুকদার সহ শিক্ষক/শিক্ষিকা সহ আরো অনেকেই ।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত গোল্ডকাপের ফাইনালের আলোচনা শেষে খেলায় চ্যাম্পিয়ন গাজিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এর আগে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম সহ শিক্ষা পরিবার।