ফের মানুষের আস্থার সরকার গঠন করবে আওয়ামী লীগ: এমপি মিলাদ
নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)এমপি বলেছেন- ‘বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পরেছে শেখ হাসিনার সরকারের উন্নয়ন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার জনগন এই উন্নয়নের সুফল ভোগ করছে। তাই আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের উপরই আস্থাশীল দেশের প্রত্যন্ত এলাকার জনগন।
শনিবার(১৬ সেপ্টেম্বর) রাতে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদ মাঠে স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এমপি মিলাদ গাজী আরও বলেন- ‘হবিগঞ্জ জেলার তৃণমূল আওয়ামীলীগ সুসংগঠিত ছিল বলেই বিগত নির্বাচনে হবিগঞ্জের ৪ টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হতে পেরেছিলেন। আগামী সংসদ নির্বাচনেও সুসংগঠিত তৃণমূল আওয়ামীলীগ সব বিভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে। দেশের সাধারণ জনগনকে সাথে নিয়ে জনমানুষের আস্থার সরকার গঠন করবে বাংলাদেশ আওয়ামী লীগ’
স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিনয় কুমার দাশের পরিচালনায় জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সন্পাদক আয়াত আলী, মখলিসুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুটিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুদ্দত আলী,বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারা নিয়া, বদরুল আলম, বাহুবল উপজেলা যুবলীগ সদস্য হুমায়ুন রশিদ জাবেদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন আখঞ্জী,বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, স্নানঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাজিদ মিয়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় হাজার হাজার সাধারণ জনগণ সহ প্রমুখ ।