বিশ্বনাথের ছৈফাগঞ্জ এসডি মাদ্রাসায় এমপি মোকাব্বির খান সংবর্ধিত

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। আর সেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা জনপ্রতিনিধিরা রাষ্ট্রের মালিক পক্ষকে দেওয়া সকল প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে মহারাজা হয়ে যাই। নিজেদের অঙ্গিকার ভঙ্গ করে জনগণের সাথে প্রতারণা করি। অথচ জনসাধারণের প্রাপ্য অধিকার তাদেরকে দেওয়া জনপ্রতিনিধিদের প্রধান নৈতিক কাজ। তিনি আরো বলেন, কল্যাণমূখী রাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম সেটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে প্রতারক লুটেরাদেরকে বিতাড়িত করতে হবে,তখনি শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে ছৈফাগঞ্জ এস ডি মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোসাদ্দিক হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলার পশ্চিম পৈলন পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী,বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাজিদুর রহমান সুহেল,মঈনুল ইসলাম চুনু,মঈনুল ইসলাম ও সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা।
পবিত্র কুরআন তেলোয়াত করেন আক্তারুল হক,স্বাগত ও সভাপতির বক্তব্য রাখেন সুপার মাওলানা আব্দুর রউফ।