অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা অর্থদণ্ড

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত ।
এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়- উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে বিবিয়ানা নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তপতীবাগ গ্রামের জসিম উদ্দিনের ছেলে রুমন আহমেদকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও ৭০০ফুট পাইপ ধ্বংস করা হয়। এ তথ্য নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার বলেন- অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে ও বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইব ধ্বংস করা হয়েছে।