শাবিপ্রবির স্বপ্নোত্থানের নবীনবরণ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’র সাপ্তাহিক সপ্তাহে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান সংগঠনটির প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান।
নবীন বরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সিয়ামুল বাশার বলেন, কোন এক শীত বস্ত্রের কাপড় সংগ্রহের মাধ্যমের তার পথ চলা শুরু হয় স্বপ্নোত্থানের সাথে। এর পাশাপাশি তিনি নতুন সবাইকে শুভেচ্ছা জানান এবং সবাইকে নিয়ে এগিয়ে যাবে স্বপ্নোত্থাননএই প্রত্যয় ব্যক্ত করে তিনি।
এসময় সংগঠনের সভাপতি আব্দুলাহ আল সাইফ বলেন, “আজকে আমাদের অতি আনন্দের দিন। একঝাঁক নতুন কুঁড়ি যুক্ত হচ্ছে স্বপ্নোত্থানের সঙ্গে। আশা করি, সামনের দিনগুলোতে আমরা তাদের সাথে নিয়ে স্বপ্নোত্থানকে নিয়ে যাবো এক নতুন উচ্চতায়, আরো বেশি করে মানবসেবায় নিয়োজিত হতে পারবো।”