দোয়ারাবাজারে ভিজিডি চাল বিতরণ
মোঃ সুমন আহমেদ, দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ২৪৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে ২বস্তায় ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে দোহালিয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে ৯টি ওয়ার্ডে সর্বমোট ২৪৭ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
ভিজিডি কার্ডের চাল বিতরণ করেন দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীমুল ইসলাম। ২০২৩-২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়ন পরিষদের সচিব দীপক রঞ্জন দাস, ইউপি সদস্য সুনুর মিয়া,সুলতান মিয়া, মফিজুর রহমান,গ্রাম পুলিশ আঙ্গুর মিয়া, ফয়ছল আহমদ, সৌরভ পাল প্রমুখ।