সৌদিতে লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
দৈনিকসিলেট ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে ‘মাহজুজ ড্র’-তে অংশ নিয়ে ৩ কোটি টাকা জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী যুবক। মো. শাহিন নামে ৩১ বছরের ওই যুবক বর্তমানে সৌদি আরবের দাম্মামে বসবাস করছেন। তিনি সেখানকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত।
গতকাল বুধবার আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি মোহাম্মদ শাহিন মাহজুজ লটারি জিতে কোটিপতি হয়েছেন।
হঠাৎ করে লটারি জয়ের ইমেইল পেয়ে হতবাক হন শাহিন। প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হয়েছিল তার কাছে। পরে তার অ্যাকাউন্টে লগইন করে নিশ্চিত হন যে, তিনি এক মিলিয়ন দিরহাম জিতেছেন। ই-মেইলে শাহিনকে জানানো হয়, তাদের সাপ্তাহিক র্যাফেল পুরস্কারটি পাচ্ছে তিনি। তার টিকিটের আইডি নম্বর ৩৮২২৫৮১৯।
শাহিন বলেন, ‘আমি হতবাক ও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মাহজুজ অ্যাকাউন্টে এত টাকা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।’