মাভৈঃ আবৃত্তি সংসদের বৃন্দ প্রযোজনা ‘বেলা-অবেলা’ ২৫ সেপ্টেম্বর
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদ আয়োজনে বৃন্দ প্রযোজনা ‘বেলা অবেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাইমুর রহমান। তিনি বলেন, আগামী সোমবার( ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন হবে।
বৃন্দ প্রযোজনা “বেলা-অবেলা” র অনুষ্ঠানটির টিকেটের শুভেচ্ছামূল্য ৫০ টাকা। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে টিকেট ক্রয় করতে পারবে। এছাড়া শো এর আগে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।