মাধবপুরে মন্ডপে হামলার ঘটনাস্থল পরিদর্শন: জেলা প্রশাসক ও পুলিশ সুপার
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পূজায় নাচার সময় স্থানীয় কয়েক যুবকের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার (২০ সেপ্টেম্বর) ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন – রামেশ্বর গ্রামের সাবেক ইউপি সদস্য শফিক মিয়া ও তার ছেলে হাফিজ মিয়া, মধু মিয়া ও তার ছেলে মোস্তফা, সাহেদ মিয়া এবং ইকবাল মিয়া। ঘটনাস্থল পরিদর্শন করতে বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ ও পুলিশ সুপার এসএম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয়রা জানান, সাম্প্রদায়িক কোনো ইস্যুতে এ ঘটনা ঘটেনি। কয়েকজন বখাটের আপত্তিকর আচরণ ও ভুল বোঝাবুঝি থেকে এমনটা ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার রাতে রামেশ্বর গ্রামে যুব তরঙ্গ সংগঠনের উদ্যোগে বিশ্বকর্মা পূজা চলছিল। এসময় রামেশ্বর গ্রামের মোস্তফা নামে এক যুবকের নেতৃত্বে ১০-১৫ জন পূজামন্ডপে নাচানাচি শুরু করে।এক পর্যায়ে তাদের আপত্তিকর আচরণে বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা মন্ডপে হামলা চালালে গৌতম সরকার, অয়ন সরকার, বিকাশ সরকার,পরিমল সরকার, গৌড়কান্ত দাশ, অঞ্জন দাশ, রাসেল সরকারসহ ১০-১২ জন আহত হন।
পুলিশ সুপার জানান, তারা এ ঘটনায় জড়িত তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসক দেবী চন্দ জানান, তাদের ইন্ধনেই গ্রামের শান্তি বিঘ্নিত হয়েছে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রামেসর্দার মোহাম্মদ আলী জানান, এই গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরায়ত। এক গোষ্ঠীর কারণে তা নষ্টের সুযোগ নেই। মূলত যুবকদের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা আবারও ঘটানোর চেষ্টা করা হলে গ্রামবাসী সম্মিলিত ভাবে প্রতিহত করবে।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।