অগ্নিদগ্ধ হয়ে নিহত মুহিনের জানাজায় শোকাভিভূত মানুষের ঢল

দৈনিকসিলেটডটকম
সিলেটের মিরাবাজার বিরতি পেট্রোল পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন সিলেট নগরীর পীরমহল্লা এলাকার বাসিন্দা দুই অবুঝ সন্তানের বাবা নজরুল ইসলাম মুহিন।
জালালাবাদ আবাসিক এলাকার বিশাল আঙ্গিনায় শুক্রবার বাদ জুমা মুহিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় পীরমহল্লা, জালালাবাদ আবাসিক এলাকা, হাউজিং এস্টেট,নুরানি আবাসিক এলাকার বাসিন্দাসহ নগরের শোকার্ত মানুষের ঢল নামে।
জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,বাফুফে সদস্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম,৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী,৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান,নব নির্বাচিত কাউন্সিলর সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ ৭ নং ওয়ার্ড, বিশিষ্ট সাংবাদিক সিলেট প্রেসক্লাবের সহ -সভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক কাউন্সিলর মহিউদ্দিন আহমদ লোকমান, সিলেট রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ খান সায়েক,মহানগর বিএনপি’র যুগ্ন সম্পাদক হুমায়ূন আহমেদ মাসুক,সায়ফুল আলম স্বপন, জাহাঙ্গীর আলম,সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক লিয়াকত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, নেতৃবৃন্দ,এলাকাবাসী সহ নগরীর গণ্যমান্য ব্য ক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘ পনেরো দিন লাইফ সাপোর্টে থাকার পর নজরুল ইসলাম মুহিন মারা যান
বুধবার দিবাগত রাত ১.৩০ মিনিটের সময় ঢাকার শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক ইন্সটিটউট হাসপাতালে।
মুহিন ছিলেন অত্যন্ত নম্রভদ্র নগরীর পশ্চিম পীরমহল্লার বাসিন্দা।
তাঁর পুরো পরিবারের আমেরিকার স্থায়ী ভিসার আবেদন করা ছিলো। সম্ভবত এই বছরের শেষের দিকে এম্বেসী কল করার কথা বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।
মিরাবাজারের বিরতি সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্যাস দিতে গিয়ে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছিলেন। তিনজনের অবস্থা ছিলো আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের ঢাকার শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক ইন্সটিটউট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মুহিনসহ এ পর্যন্ত ৫ জন মারা গেছেন।