জৈন্তাপুরে ভারতীয় ৯৭ বস্তা চিনি জব্দ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুরে ভারতীয় ৯৭ বস্তা চিনি জব্দ করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির পিছনে ধানি জমি থেকে ভারতীয় ৯৭ বস্তা চিনি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।
তিনি জানান তবে এসময় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।