শ্রীমঙ্গলে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দীকী।
রোববার (২৪ সেপ্টেম্বর) পুরে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার এনডিসি আবু আহমেদ সিদ্দীকী। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সঞ্চালনায় ও মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে মতবিমিয় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সম্পাদক জগৎজ্যাতি ধর শুভ্র, শ্রীমঙ্গল বিএমএর সভাপতি ডা. হরিপদ রায় প্রমুখ।
এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও সরকারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।