জগন্নাথপুরে স্কুল ছাত্রীদের সঙ্গে ওসির মতবিনিময়
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
আজ রবিবার দুপুরে অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের সকল সেবা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। ওসি মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের উদ্দ্যেশে মোবাইলের অপব্যবহার, গুজব, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন সম্পর্কে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও জাতীয় জরুরি সেবা নিতে ৯৯৯ নম্বরের ব্যবহারসহ পুলিশের সকল সেবা নিয়ে ছাত্রীদের বলা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন