জামালগঞ্জে আওয়ামী লীগের উন্নয়ন প্রচারে হায়দার চৌধুরী লিটন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচারে জনসভা অনুষ্টিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার সাচনা বাজারে এই জনসভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফর আলী এবং সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি মো. রেজুয়ান আহমদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হায়দার চৌধুরী লিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুর রহমান সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব জহির আহমেদ সুহেল ও জেলা কৃষকলীগ নেতা সামছুল হক। এসময় বক্তাগন বলেন, গত ১৫ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর বর্তমানে স্মার্ট বাংলাদেশের দৌঁড়গোড়ায়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। জনগণের উন্নয়নে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকায় ভোট দিতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিবেন, আমরা সকলে দ্বিধাদন্দ্ব ভূলে তার পক্ষে কাজ করবো।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ৷ কখনো নৌকা প্রতীক চাইনি। গত নির্বাচনে চেয়েছি, এবারও চাচ্ছি। যদি মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জ ১ আসনে আমাকে নৌকার মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচন করতে প্রস্তুত আছি।