বিনা পারিশ্রমিকে ‘হায়দার’ করেছিলেন শাহিদ কাপুর!
দৈনিকসিলেটডেস্ক
বলিউডে বরাবরই একটি বিশাল ফ্যানবেজ রয়েছে অভিনেতা শাহিদ কাপুরের। ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্র করলেও ধীরে ধীরে অ্যাকশনধর্মী সিনেমায় নিজের জাত চিনিয়েছেন অভিনেতা। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল একটি চলচ্চিত্র। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হায়দার’ তাকে নতুনরূপে হাজির করেছে বলিউডে।
জাতীয় পুরস্কারে মনোনয়নসহ ফিল্মফেয়ার ও একাধিক পুরস্কার ঘরে তোলে সিনেমাটি। তবে মজার বিষয় হলো, এমন একটি সিনেমা বিনা পারিশ্রমিকেই করেছেন শাহিদ কাপুর!
সম্প্রতি ‘ফার্জি’ ওয়েব সিরিজ দিয়ে ওটিটির দুনিয়ায় পা রেখেছেন শাহিদ কাপুর। পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকের পরিচালনায় তৈরি সিরিজের প্রচারেই এক সাক্ষাৎকারে ‘হায়দার’-এর বিষয়টি সামনে আনেন অভিনেতা। সেখানে কথায় কথায় উঠে আসে ‘হায়দার’-এর কথা, যার পরিচালক ছিলেন বিশাল ভরদ্বাজ।
সাক্ষাৎকারে শাহিদ জানান, তিনি নাকি ‘হায়দার’-এ অভিনয়ের জন্য একটা পয়সাও নেননি!
‘হায়দার’-এ অভিনয় প্রসঙ্গে শাহিদ বলেন, “আমিই একমাত্র অভিনেতা যে ‘হায়দার’ করেছি একেবারে বিনা মূল্যে। তখন সিনেমাটির বাজেট অনুসারে নির্মাতারা আমার সঙ্গে চুক্তি করতে পারত না। তারা বলেছিল, তাদের যদি আমাকে টাকা দিতে হয়, তবে সিনেমার বাজেট পাস হবে না। কারণ এটা একটা পরীক্ষামূলক বিষয় নিয়ে চলচ্চিত্র।
তারা জানত না, সিনেমাটি আদৌ সফল হবে কি না! তবে এই সিনেমা বানানোর প্রয়োজন ছিল। তাই আমি বলি, ঠিক আছে। আমি এটার জন্য কোনো টাকা নেব না, এমনিই করে দেব।”
সাক্ষাৎকারে যখন শাহিদকে প্রশ্ন করা হয় তিনি আর কোনো চলচ্চিত্র বিনা পারিশ্রমিকে করেছেন কি না? তখন শাহিদ জানান, “না। ‘হায়দার’ ব্যক্তিক্রম ছিল।
” এর পরই অভিনেতা মজা করে হেসে বলেন, ‘আরে আমাকে তো সংসারও চালাতে হবে!’
‘হায়দার’-এ শাহিদ কাপুরের সঙ্গে আরো অভিনয় করেছেন টাবু, কে কে মেনন, ইরফান খান ও শ্রদ্ধা কাপুর। ‘হায়দার’ শেকসপিয়ারের হ্যামলেটের একটি রূপান্তর। এটি শহীদ কাপুরের সেরা কাজগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হয়।
সূত্র : ইন্ডিয়া টুডে