সরকার দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর: জেলা প্রশাসক
দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, সরকার দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। বাজারকে অস্থিশীল করে কেউ যাতে ঘোলাপনিতে মাছ শিকার করতে না পারে সে দিকে সকলের খেয়াল রাখতে হবে।
সোমবার (২৫শে সেপ্টেম্বর) বিকাল ৩টায় জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, ক্যাব সিলেটের সভাপতি জামিল চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সহ সভাপতি সাঈদ চৌধুরী টিপু, আল হামরা শপিং সিটির সভাপতি মো: শামসুল আলমসহ সিলেট ট্রেড সেন্টার, কালিঘাটের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
জেলা প্রশাসক আরো বলেন, দুর্নীতিবাজ এবং চিহ্নিত সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মুষ্টিমেয় লোভী ব্যবসায়ীদের কারণে যেমন সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি সাধারণ মানুষও।
সভায় ব্যবসায়ীরা দ্রব্যমূলের উর্ধ্বগতির কারণ এবং ও তাদের সমসাময়িক সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে মালামাল ক্রয় করতে তারা পারেন না বলে জেলা প্রশাসককে জানান। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়ে বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে তারা পণ্য কিনতে পারলে নির্ধারিত মূল্যেই তারা তা বিক্রি করবেন।