নারী ক্রিকেট দলের পদক জয়, হারলো পাকিস্তান
দৈনিকসিলেটডেস্ক
এশিয়ান গেমসে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় বাংলাদেশের নাম উঠলো। এর জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আট বছর।
চায়নার হ্যাংজুতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জৌতি।
সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিলেও আজ অবশ্য বোলিং নেয় বাংলাদেশ। এই সিদ্ধান্ত বেশ কার্যকর হয়েছে।
সানজিদা-স্বর্নাদের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান করে পাক মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেছেন আলেয়া রিয়াজ।
স্বর্ণা আক্তার ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ২ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ১টি করে উইকেট পান মারুফা, নাহিদা।
জবাবে, ওপেনিং জুটিতে ভালো করলেও পরে ৩০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে বাংলাদেশ। তবে স্বর্না আক্তারের অপরাজিত ১৪ রানে ভর করে জয় তুলে নেয় টাইগ্রেসরা।
২০১০ ও ১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য পেয়েছিল।