বানিয়াচংয়ে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
বানিয়াচং প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার ৫নম্বর দৌলতপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের নাম অনুজ (১৭) বানিয়াচং উপজেলার চন্ডীপুর গ্রামের রাখাল দাশের পুত্র। অনুজ সুনামগঞ্জের দিরাই উপজেলার বিবিয়ানা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
বিষপানে অনুজ দাস আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
নিহতের মা প্রগতি রাণী দাসের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, দিনের বেলায় কলেজে পরীক্ষায় অংশগ্রহণ করে তার পুত্র।সন্ধ্যা ৬টায় তার এক বন্ধুর বাড়ি থেকে বই আনতে যাচ্ছে বলে রাত পৌনে ৯টায় বাড়িতে ফিরে আসে। এ সময় বাড়ির উঠানে মা মা বলে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এ সময় নিহত অনুজের মুখ থেকে বিষের গন্ধ পেয়ে তার মা প্রগতি রাণী প্রতিবেশীদের সহযোগীতায় পাশ্ববর্তী নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মন্জু কুমার দাস জানান, নিহত অনুজ মেধাবী ও একজন ভালো ছেলে ছিল। মৃত্যুর কারণ আমাদের জানা নাই। তবে তার বাবা মদপান করে পরিবারে অশান্তি তৈরি করতো। তার ছেলে তাকে এগুলো না করতে অনুরোধ করলেও তার বাবা ছেলের কথায় কর্ণপাত করে নাই।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায় নাই। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।